আবার জন্ম নেব লিরিক্স – ঈশান মিত্র :
কষ্ট পাবে জানি
মেনে নিতে পারছিনা
এই ঠোঁটের অভিমান,
কান্না পাবে জানি
চলে যাওয়ার ফলক
বলবে দূরত্বের বয়ান।
শোনো আমি আবার জন্ম নেব
হব সবার শেষে বাড়ি ফেরা
তোমার জাতিস্বর,
শোনো আমি আবার জন্ম নেব
এই মুখের আদল বদলে গেলেও
চিনবে গলার স্বর।
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
তুমি আমায় তখন দুঃখ হতে দাও,
তুমি আমায় তখন দুঃখ বলে ডেকো
তুমি আমার কেন দুঃখ হতে চাও?
ডুবে যাওয়া নৌকা সব
তুলবে না পাল অসম্ভব,
স্মৃতি ভীষণ বয়স্ক।
তুমি না হয় স্পষ্ট হও
গল্প হয়েও কষ্ট হও,
ভীষণ তোমারি মতো।
শোনো আমি আবার জন্ম নেব
শোনো আমি আবার জন্ম নেব
শোনো আমি আবার জন্ম নেব
শোনো ..
Abar Jonmo Nebo Song Lyrics In Bengali :
Kosto paabe jeneo
Mene nite parchi na
Ei thoter obhiman
Kanna pabe jani
Chole jaowar folok
Bolbe durotter boyan
Shono ami abar jonmo nebo
Hobo sobar sheshe bari fera
Tomar jatiswar
Shono ami abar jonmo nebo
Ei mukher adol bodle geleo
Chinbe golar swar
Song Details :
- Song : Abar Jonmo Nebo
- Movie : Dracula Sir
- Singer : Ishan Mitra
- Composition and Lyrics : Saqi Banerjee
- Arrangements : Amit-Ishan
- Recording Engineer : Amit Chatterjee
- Director : Debaloy Bhattacharya
- DOP : Indranath Marick
- Editor : Sanglap Bhowmick
- Label : SVF
0 Comments