ছুঁতে পারিনা তোমায় লিরিক্স – ডিয়ার এক্স নাটক :
ভুল গুলো সব বুঝেছি পরে
তুমি নেই বলে কাঁদি অঝোরে,
ভুল গুলো সব বুঝেছি পরে
তুমি নেই বলে কাঁদি অঝোরে,
এত কাছে থেকে কেন এত দূরে?
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়,
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়।
পাশে ছিলে যখন তোমায় বুঝিনি
অবহেলা শুধু করেছি,
এতো ভালোবাসা সরিয়ে দিয়ে দূরে
ভুল পথে শুধু চলেছি।
এমন যদি হতো ভুল সব ভুলে
আবার আগের মতো বুকে টেনে নিতে।
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়,
দূরত্ব বেশি না দেখি তবু প্রতিদিন
ছুঁতে পরিনা তোমায়।
Chute Parina Tomay Song Lyrics In Bengali :
Bhul gulo sob bujhechi poreTumi nei bole kandi ajhoreEto kache theke keno eto dureDurotto beshi na dekhi tabu protidinChute parina tomayPashe chile jokhon tomay bujhiniAbohela shudhu korechiEto valobasha soriye diye dureBhul pothe shudhu cholechiEmon jodi hoto bhul sob bhuleAber ager moto buke tene niteDuratto beshi na dekhi tabu pratidinChutey parina tomaySong Details :Song : KChute Parina TomayDrama : Dear ExVocal & Music : NeruLyric : Sabnam Mustari & NeruDirection : Mahmud MahinDOP : Mostaq MorshedAsst Direction : Emran RobinLabel : Soundtek
0 Comments