আয় না ফিরে আয় লিরিক্স – আবির বিশ্বাস :
কত ব্যেথা দিলি রে তুই আমার এ বুকে
কেন রে বল ফেললি আমায় এমন অসুখে,
মনে পড়ে আজও আমার তোর হাসি মুখ
ব্যথা দিয়ে এই হৃদয়ে তুই কি পেলি সুখ।
যদি জানতি রে তুই কত
তোকে আমি ভালোবাসি
তবে করতি না এ মিথ্যে অভিনয় ..
আর পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়,
আমি পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়।।
বেসেছিলাম ভালো তোকে নিজের চেয়েও বেশি
কেন রে বল করলি আমায় সবার কাছে দোষী ?
হো.. বেসেছিলাম ভালো তোকে নিজের চেয়েও বেশি
কেন রে বল করলি আমায় সবার কাছে দোষী ?
তবু হাসির মাঝে লুকিয়ে আছে বুকের যন্ত্রণারা
ভাবতে পারিনা আজও কিছুই তোকে ছাড়া।
জানি ভুলবিনা তুই আমায়
আমি ভুলবোনা আর তোকে,
কেন মিথ্যে হলো প্রেমের পরিণয় ?
আর পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়,
আমি পারছিনা ছেড়ে থাকতে তোকে
আয় না ফিরে আয়,
রাখবো তোকে যত্ন করে মনের পিঞ্জিরায়।।
Aay Na Phire Aay Song Lyrics In Bengali :
Koto betha dili re tui amar e buke
Keno re bol felli amay emon oshukhe
Mone pore aajo amar tor hasi mukh
Betha diye ei hridoye tui ki peli sukh
Jodi janti re tui koto
Toke ami valobashi
Tobe korti na e mitthey obhinoy
Aar parchina chere thakte toke
Aay na fire aay
Song Details:
- Song : Aay Na Phire Aay
- Singer : Abir Biswas
- Music & Lyrics : Abir-Sourav
- Programming, Mix and Master : Abir Biswas
- DOP : Akash Bagchi
- Edit and Color : Abir Biswas
- Produced by : Abir Biswas
0 Comments