আমি তো এমনই লিরিক্স - মিনার রহমান :
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন, আঁকা,
হয় যদিও ভুল শতেক
ভালোবাসি তবু, অনেক।
আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
মায়ার জালে বাঁধা পড়ায়
নিয়েছো যে আমায়, মেনে,
আমার চেয়ে বেশি তোমায়
আর কে যে বলো, চেনে।
আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
এখন থেকে আর হবে না
এই খামখেয়ালীপনা,
না, না, এটা কথার কথা না
নয় নতুন কোন বাহানা।
ও.. কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।
আমি যেন কেমনই
আমি তো এমনই,
আমি যেন কেমনই
আমি তো এমনই,
কথা দিয়ে হয়না রাখা,
মুছে দেই সব স্বপ্ন, আঁকা।।
Ami To Amoni Song Lyrics In Bengali :
Kotha Diye Hoyna Rakha,
Muchey Dei Sob Shopno Aka
Hoy Jodio Bhul Shotek
Valobasi Tobu Onek
Ami Jeno Kemoni
Ami Toh Emoni
Kotha Diye Hoyna Rakha
Muchey Dei Sob Shopno Aka
Mayar Jaley Badha Poray
Niyecho je Amay Mene
Amar Cheye Beshi Tomay
Ar Ke Je Bolo, Chene
Ekhon theke Ar Hobe na
Ei Khamkheyalipona
Na Na Eta Kothar Kotha Na
Noy Notun Kono Bahana
Song Details :
Song : Ami To Amoni
Vocal & Tune : Minar Rahman
Lyrics : Snahashish Ghosh
Music Composer: Rezwan Sheikh
Screenplay & Direction : Mahmud Mahin
Cinematographer : Mostak Morshed
Edit : Mahmud Mahin
Factory : Trendup Films Production
Label: Sangeeta
0 Comments