আয় না কাছে রে লিরিক্স – নাকাস আজিজ :
মনটা শুধু তোর পিছু পিছু যায়
আজকে তোকে খুব কাছাকাছি চায়,
চোখের নজরে নেশা নেশা হায়
মিষ্টি এ লুক করে পাগল আমায়।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
বল কেন দূরে দূরে
এমন আদরে রাখবেনা রে কেউ,
মন বায়না ধরেছে
বলে দে বাড়িতে বানাবো তোকে বউ।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
যেই এলি চুপিসারে
সুখের শহরে মনটা থেকে যায় যায় হায়,
প্লিজ যাস না হারিয়ে
তোকেই জড়িয়ে কাটছে রে সময়।
আয় না কাছে রে, আয় না কাছে
তোকে রানী করে রেখে দেবো,
হ্যাঁ আয় না কাছে রে
তোকে রানী করে রেখে দেবো
বুকেরই মাঝে।।
Aaye Na Kache Re Song Lyrics In Bengali :
Monta shudhu tor pichu pichu jaay
Aajke toke khub kachakachi chaay
Chokher nojore nesha nesha haay
Mishti e look kore pagol amay
Aye Na Kache Re
Aaye na kache
Toke rani kore rekhe debo
Bukeri majhe
Song Details :
- Song : Aaye Na Kache Re
- Movie Name : Baazi
- Singer : Nakash Aziz
- Music Director : Jeet Gannguli
- Lyrics : Pratik Kundu
- Director : Anshuman Pratyush
- DOP : Ramyadip Saha
- Jeetz Filmworks Present
- Produced By : Jeet, Gopal Madnani
- & Amit Jumrani
- Label : Grassroot Entertainment
0 Comments