এই ভালো এই খারাপ বাংলা লিরিক্স :
এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ
চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে।
দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে
চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে
সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক
তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে।
দেখনা এই অকাল শ্রাবন নেমেছে আজ হাজার বারন জেনে
আওয়াজ শুনে আমায় ডাকো ডাকো চাদর আমার কাছে টেনে
রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর ভিজে গেছি বৃষ্টি নামার পর
তুমি আমি দেখছি কেউ যাযাবর যাচ্ছি চলে।
Song Details :
0 Comments