সাধ আছে সাধ্য নেই লিরিক্স -ঐশী :
এই শহরের আকাশে কেউ
বিলাসিতার ফানুস ওড়ায়,
এই শহরের অভাবে কেউ
নিজের স্বপ্ন নিজেই পোড়ায়।
আমার আকাশে ওড়ে না ফানুস
আমি যে স্বপ্ন পোড়ানো মানুষ।
সাধ আছে সাধ্য নেই
এই চাওয়ার যে শেষ নেই,
যার জীবন হয় এমন
কষ্টটা বোঝে সেই।
সাধ আছে সাধ্য নেই
এই জ্বালার যে শেষ নেই,
যার জীবন হয় এমন
কষ্টটা বোঝে সেই।।
মিথ্যে যত সান্ত্বনা তে
মন কে না হয় বোঝানো যায়,
কেমন করে প্রিয়জন কে
মন ভোলানো গল্প শোনায়।
আমার আকাশে ওড়ে না ফানুস
আমি যে স্বপ্ন পোড়ানো মানুষ।
সাধ আছে সাধ্য নেই
এই চাওয়ার যে শেষ নেই,
যার জীবন হয় এমন
কষ্টটা বোঝে সেই।
সাধ আছে সাধ্য নেই
এই জ্বালার যে শেষ নেই,
যার জীবন হয় এমন
কষ্টটা বোঝে সেই।।
চোখের জলে দু’চোখ ভাঙ্গে
অভিনয় সেই জল লুকায়,
সবাই বোঝে ভালো আছি
চাপা ব্যথায় বুক ফেটে যায়।
আমার আকাশে ওড়ে না ফানুস
আমি যে স্বপ্ন পোড়ানো মানুষ।
সাধ আছে সাধ্য নেই
এই চাওয়ার যে শেষ নেই,
যার জীবন হয় এমন
কষ্টটা বোঝে সেই।
সাধ আছে সাধ্য নেই
এই জ্বালার যে শেষ নেই,
যার জীবন হয় এমন
কষ্টটা বোঝে সেই।।
Sadh Ache Saddho Nei Song Lyrics In Bengali :
Ei shohorer akashe keu
Bilasitar fanus oray
Ei shohorer ovabe keu
Nijer shopno nijei poray
Amar akashe ore na fanus
Ami je shopno porano manus
Sadh Ache Saddho Nei
Sadh Ache Saddho Nei
Ei chaowar je shesh nei
Jar jibon hoy emon
Kosto ta bojhe sei
Mitthe joto santona te
Mon ke na hoy bojhano jaay
Kemon kore priyojon ke
Mon bholano golpo shonay
Song Details :
Song : Sadh Ache Saddho Nei
Drama : Vul Ei Shohorer Maddhobittoderi Chilo
Singer : Oyshee
Tune & Music : : Rezwan Sheikh
Lyrics : Snahashish Ghosh
Director : Mahmudur Rahman Hime
Edit & Color : Saif Russel
DOP : Bishawjit Datta
Label : Central Music & Video [ CMV ]
0 Comments