কালো শাড়ি লিরিক্স – জিসান খান শুভ :
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।
হাত রেখে হাতে
দু’জনে একসাথে
পাশাপাশি চলা হয়না।
তোর কাঁধেতে মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।।
কোন সে আকাশে সে
মেঘ হয়ে ভেসে,
বৃষ্টি হয়ে ঝরে, জানিনা।
জড়িয়ে নিয়ে বুকে
সে যদি রাখে,
পূর্ণ হবে শেষ বাসনা।
জানিনা সে কার
নয় সে আমার,
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখব
তার করবো না আর ভুল।
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে,
খোঁপায় যেন থাকে বনফুল।
ও.. কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে,
আমি দু’চোখ ভরে দেখবো
তার করবো না আর ভুল।
Kalo Shari Song Lyrics In Bengali :
Kalo sharir sathe
Kalo churi haate
Khopay jeno thake bonoful
Kono monkharaper raate
Dekha hoy jodi tar sathe
Ami duchokh bhore dekhbo
tar korbo na ar bhul
Haat rekhe haate dujone eksathe
Pashapashi chola hoy na
Tor kadhete mathata rekhe
Taragulo gona hoyna
Janina se kar noy se amar
Eki tobe bhuler mashul
Song Details :
Kalo Shari is the latest Bengali Song Sung by Jisan Khan Shuvo. Music Composed by Ankur Mahamud. Kalo Shari Lyrics In Bengali Written by Jisan Khan Shuvo and Song Programming Arrangements, Mixing and Mastering By Jisan Khan Shuvo.
- Song : Kalo Shari
- Vocal, Lyrics & Tune : Jisan Khan Shuvo
- Music : Ankur Mahamud
- Story & Directed by : Eagle Team
- DOP : Md. Sujon
- Edit & Color : Bappi
- Label : Eagle Music
0 Comments