AdCash Banner

Ad Cash pop under

জেগে জেগে লিরিক্স - Jege Jege Song Lyrics

 


জেগে জেগে লিরিক্স – শ্রেয়া ঘোষাল:

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে নানা না না..

ঠোঁটের শহর আদর সৈন্যে যেতে
সম্মোহনের সময় হয় না মিথ্যে,
চেনা মোমদানে নিজেকে রেখেছি নিজে
জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে..

দুজনের মাঝে সেলাই দাগের সুতো
স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,
ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা
আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।
হো.. আজ রাতে চলে যেও না,
যেও না, যেও না, আজ রাতে ..

এসো একবার শরীরের পথে পথে
ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,
মরে যেতে পারি সহজে এতো চাওয়া
বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।
আজ রাতে চলে যেও না, যেও না, যেওনা
আজ রাতে…

জেগে জেগে কত পার করে দেওয়া রাত
আরও একবার মুঠোর মধ্যে হাত,
তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো
শরীরে শরীর মন তবু অক্ষত।
আজ রাতে চলে যেও না, যেও না, যেও না
আজ রাতে.. নানা না না..

Jege Jege Song Lyrics In Bengali:

Jege jege koto par kore deoya raat
Aaro kebar mutho moddhe haat
Tomake cheyechi chena rastar moto
Shorire shorir mon tobu okhotto
Aaj raate chole jeo na.

Song Details:
  • Song Name: Jege Jege
  • Movie Name: Uraan
  • Singers Name: Shreya Ghoshal.
  • Music Director: Joy Sarkar & Tridib Raman
  • Lyrics by: Srijato
  • Screenplay, Story & Direction: Sabuj, Ashish
  • Woodwinds: Sushanta Nandy
  • D.O.P.: Arvind K
  • Movie Producers: Jeet, Gopal Madnani, Amit Jumrani
  • Bass, Guitars: Sanjoy Das
  • Label by: Amara Muzik Bengali

MOVIE DETAILS :

  • Film: Uraan
  • Starring: Srabanti Chatterjee, Shaheb Bhattacharjee, Subrat Dutta.
  • Produced by: Geeta Singh Raman and Reeta Singh.
  • Cast:  Rajat Ganguly, Anuradha Ganguly, Sumanta Mukherjee.
  • Singers: Shreya Ghoshal , Nachiketa , Srikanto Acharya , Kharaj Mukherjee , Aman Sethia( Moksha Band).
  • Lyrics: Srijato.
  • Music Director: Joy Sarkar
  • Director: Tridib Raman
  • Dop: Arvind K
  • Editing: Arghyakamal Mitra
  • Art Direction: Tapan Seth
  • Choreography: Pankaj Seal

Post a Comment

0 Comments

Ad cash page push

Ad cash page push