AdCash Banner

Ad Cash pop under

শুধু তোমায় ঘিরে লিরিক্স –(Shudhu Tomay Ghire) Song Lyrics

 


শুধু তোমায় ঘিরে লিরিক্স – ইমরান মাহমুদুল :

 শুধু তোমায় ঘিরে,

শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

অভিমানের আড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে।
আমি তোমার মান ভাঙাবো,
ভালোবাসার চোখ রাঙাবো,
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

আনমনে আলতো করে
হাত ছোঁয়াবো মুখে,
তোমার চোখে জল গড়াবে
একটুখানি সুখে।
অভিমানের আড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে।
আমি তোমার মান ভাঙাবো,
ভালোবাসার চোখ রাঙাবো,
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

আলগোছে আঁকড়ে ধরি
মুখ লুকানো হাসি,
তোমার বুকে আছড়ে পড়ি
আমি অহর্নিশি।
অভিমানের আড়ি কেটে,
কোথায় তুমি যাচ্ছ হেঁটে
হৃদয়ের চিরকুটে তুমি খুব ডানপিটে।
আমি তোমার মান ভাঙ্গাবো,
ভালোবাসার চোখ রাঙ্গাবো,
মিষ্টি কোনো গান শোনাবো
গলার নরম স্বরে।

শুধু তোমায় ঘিরে,
শুধু তোমায় ঘিরে,
সিঁদুর রাঙা মেঘ করেছে দূরে
শুধু তোমার ছায়া মেঘের উপর
ঢেউ খেলে রোদ্দুরে।

Shudhu Tomay Ghire Song Lyrics In Bengali:

Shudhu tomay ghire
Sidur ranga megh koreche dure
Sudhu tomar chaya megher upor
Dheu khele roddure
Obhimaner ari kete
Kothay tumi jaccho hete
Hridoyer chirkute tumi khub danpite

Song Details:

  • Song: Shudhu Tomay Ghire
  • Singer: Imran Mahmudul
  • Lyric: Sharif Al-Din
  • Tune: Nazir Mahamud
  • Music: Musfiq Litu
  • Cast: Imran Mahmudul & Maria Nur
  • Story, Screenplay & Direction: Vicky Zahed
  • DOP: Bidrohi Dipon
  • Edit, Color, Sound Design & VFX : Aurnob Hasnat
  • Art Director: Jahid Preetom
  • Assistant Director; mahtasim Taqi
  • Costume: Alvira Tasnim
  • 1st AD: Sheikh Saif
  • Executive Producer : Adil Khan
  • Make-up: Rashed Al Rashid
  • Production manager : Hasib mia
  • Produced by Dhruba Guha
  • Production: V Creations
  • Label: Dhruba Music Station

Post a Comment

0 Comments

Ad cash page push

Ad cash page push