তোরে স্কুল পলাইয়া একটা নজর
দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায়
আবেগ কিনিতাম
অরে রাইত এর পর রাইত জাগিয়া
গান লিখিতাম
আমার সেই গানেরও সুরে তোরে
খুঁজিয়া লইতাম(x2)
এখন একলা একা সময় গুলো
কাটাই কেমনে
এত ভালোবাসার পরেও আমার
কম কি ছিল রে ?
রোজ রাইতে আমায় জোনাক পোকা
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়
ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
তোর নামের পাশে সবুজ বাতি
আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর
মায়া লাগায় না
কারো হাসি মুখের ছবি দেইখ্যা
ঘুম আর ভাঙ্গে না
কেউ আর flexiload এর দোকানটাতেও
ভিড় জমায় না(x2)
এখন তারার মতো জ্বলে নেভে কষ্টগুলা রে
আমি গিটার এর সুর সাথে লইয়া
ভালোই আছি রে
রোজ রাইতে আমায় জোনাক পোকা
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়
ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে.. (x2)
Oporadhi Song English Lyrics:
Song Details :
Song: Aporadhi
0 Comments