শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায় লিরিক্স:
অনেক কিছুই অনেক ভাবে
আড়াল হয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়।
ছোটোখাটো কিছু ভুলে,
উড়ে যাওয়া ঝরা ফুলে,
ভাবনা আমার আজও তোমার
হাওয়ায় বয়ে যায়।
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতি টুকু
মনে রয়ে যায়।
প্রিয় মানুষ ওড়ায় ফানুস
বুকের আশেপাশে,
ইচ্ছে করে যায় কি ভোলা
তাকে অনায়াসে।
ডানা ভাঙা স্বপ্ন হাজার
আঘাত সয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতি টুকু
মনে রয়ে যায়।
চেনা আলো, জানে ভালো
মেঘলা দিনের মানে,
সকল চাওয়া হয় কি পাওয়া
অবুঝ পিছুটানে।
রঙে বোনা গল্প আহা
ব্যথায় ক্ষয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়।
অনেক কিছু অনেক ভাবে
আড়াল হয়ে যায়,
শুধু তোমার স্মৃতিটুকু
মনে রয়ে যায়..
Tomar Smrity Tuku Song Lyrics In Bengali:
Onek kichhui onek bhabe
Araal hoye jaay
Sudhu tomar smrity tuku
Mone roye jai
Choto khato kichu bhule
Ure jaowa jhora phule
Bhabna amar aajo tomar
Haway boye jay
Sudhu tomar smriti tuku
Mone roye jai
Song Details :
- Song Name: Tomar Smrity Tuku
- Singers Name: Liza.
- Music Director: Vicky Zahed
- Lyrics by: Robiul Islam Jibon
- Screenplay, Story & Direction: Vicky Zahed
- Cinematography: Bidrohi Dipon
- Edit & Color: Saif Russel
- Produced By: Dhruba Guha
- Label : Dhruba Music Station
0 Comments